এক বছর পর পাকিস্তান টেস্ট দলে আফ্রিদি

এক বছর পর পাকিস্তান টেস্ট দলে আফ্রিদি

এক বছর পর পাকিস্তান টেস্ট দলে আফ্রিদি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বছর খানেক পর সাদা পোশাক পরে মাঠে নামতে যাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি।

এছাড়া দলে দুই নতুন মুখ ব্যাটার মোহাম্মদ হুরায়রা ও অলরাউন্ডার আমির জামাল। দল থেকে বাদ পড়েছেন শাহনেওয়াজ ধানি, জাহিদ মোহাম্মদ ও কামরান গুলাম। 

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার সময় হাঁটুর ইনজুরিতে ভোগেন শাহীন আফ্রিদি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও, সেখানেও ইনজুরি পিছু ছাড়েনি তার। লম্বা সময়ের জন্য তাই ছিটকে যান মাঠের বাইরে। বছরের শুরুতেই অবশ্য মাঠে ফিরেছেন। তবে খেলেছেন কেবল সাদা বলে। সেই শ্রীলঙ্কা সফর দিয়েই এক বছর পর আবারও টেস্ট দলে ফিরলেন বাঁহাতি এই পেসার।

পাকিস্তান দল

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নুমান আলী, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহিন আফ্রিদি, শান মাসুদ।