ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫০০ জন

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫০০ জন

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫০০ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে সবশেষ ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০০ ডেঙ্গু রোগী।

শনিবার (২৪ জুন) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ জুন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৯ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুন মাসে।

নতুন ৫০০ জনের মধ্যে ৪১৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৩৯ জন।  বর্তমানে সারা দেশে এক হাজার ৫০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৫৯ জন।