ভারতে আবার দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ

ভারতে আবার দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ

সংগৃহীত

ভারতে আবারও দুই ট্রেনের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় দুটি মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে সজোরে ধাক্কা দেয় একটি চলন্ত মালবাহী ট্রেন। 

এতে চলন্ত ট্রেনটির ইঞ্জিন উঠে যায় দাঁড়িয়ে থাকা ট্রেনের ওপর। যা কয়েক সপ্তাহ আগে বালেশ্বরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে দিয়েছে। খবর আনন্দবাজারের

রোববার সকালে বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালবাহী ট্রেন। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালবাহী সেই লুপ লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা ট্রেনটির পেছনে সজোরে ধাক্কা মারে চলন্ত ট্রেনটি। এতে মালবাহী ট্রেনটির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর ট্রেনটির ওপরে উঠে যায়। ফলে দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। দুই ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। 

দুটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের শব্দে রোববার ভোরবেলা ঘুম ভাঙে স্থানীয়দের। দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়রা এগিয়ে এসে ট্রেনের মধ্যে আটকে পড়া চালকদের উদ্ধার করে। 

ভারতীয় রেল সূত্রে জানা গেছে, মালবাহী এক ট্রেন চালকের সামান্য আঘাত লেগেছে। 

এই দুর্ঘটনার জেরে ছিঁড়েছে ওভারহেড তার। ফলে আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনার সেফ্‌টি অফিসার দিবাকর মাঝি ঘটনাস্থলে গেছেন। 

তিনি বলেন, একটি ট্রেন দাঁড়িয়ে ছিল, আর একটি ট্রেন এসে তাতে ধাক্কা মারে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সিগন্যালের ত্রুটি ছিল কি না, তা তদন্তের পরেই জানা যাবে।