৩৩ বছর পর ওয়াকারের মতোই হাসারাঙারও অন্যরকম হ্যাটট্রিক

৩৩ বছর পর ওয়াকারের মতোই হাসারাঙারও অন্যরকম হ্যাটট্রিক

সংগ্রহিত ছবি।

এ যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার জবাব। ৩৩ বছর পেরিয়ে গেলেও কবির কথা কেউ রাখেনি। তবে ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা অনন্য এক হ্যাটট্রিক করেছেন। যা ৩৩ বছর ধরে ওয়াকার ইউনিসের দখলে থাকলেও কেউ আর ভাগ বসাননি। বিশ্বকাপ বাছাইপর্বে এবার সাবেক পাক পেসারের পাশে বসে যেন কথা রাখলেন এই শ্রীলঙ্কান।

টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের ম্যাচে ২৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা। এরপর ওমানের বিপক্ষে ১৩ রানে হাসারাঙ্গার শিকার ৫ উইকেট।

আজও জিম্বাবুয়ের বুলাওয়েতে আয়ারল্যান্ডের বিপক্ষে হাসারাঙ্গা ১০ ওভারে ৭৯ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ব্যস, তাতেই দারুণ একটা কীর্তি গড়লেন শ্রীলঙ্কার এই লেগ স্পিনার।

ওয়ানডেতে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার বিরল এই হ্যাটট্রিকের এমন কীর্তি হাসারাঙ্গার ৩৩ বছর আগে গড়েছিলেন ওয়াকার। ১৯৯০ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৫ উইকেট নেন ওয়াকার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ওয়াকার নিয়েছিলেন ১১ রানে ৫ উইকেট ও ১৬ রানে ৫ উইকেট। এর পাঁচ দিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৫২ রানে ৫ উইকেট শিকার করেন এই কিংবদন্তি ফাস্ট বোলার।