সাঁতারে চার রেকর্ড, অ্যাথলেটিক্সে রেমালের প্রভাব

সাঁতারে চার রেকর্ড, অ্যাথলেটিক্সে রেমালের প্রভাব

ছবি: সংগৃহীত

বয়সভিত্তিক সাঁতার ও অ্যাথলেটিক্স একই সময় চলছে। গতকাল শুরু হওয়া বয়সভিত্তিক অ্যাথলেটিক্স আগামীকাল সন্ধ্যায় শেষ হওয়ার কথা। ঘূর্ণিঝড় রেমালের কারণে অ্যাথলেটিক্স ফেডারেশন সূচিতে পরিবর্তন এনেছে। অ্যাথলেটদের নির্বিঘ্নে বাড়ি ফেরার স্বার্থে সন্ধ্যার পরিবর্তে আগামীকাল দুপুর ১২ টার মধ্যে খেলা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

দুইদিনে ২৮টি ইভেন্টের পদক তালিকায় বিকেএসপি ১৬টি স্বর্ণ, ৮ টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জ সহ মোট ৩০টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে।  ৩টি স্বর্ণ, ৩ টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ সহ মোট ১০ টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, ২টি স্বর্ণ ১ টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ সহ মোট ৪ টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ।

আজ দ্বিতীয় দিনে ২টি রেকর্ড হয়েছে। ১০০ মিঃ হার্ডেলস (কিশোরী) মোছাঃ তাসনিয়া হোসাইন বিকেএসপির সময় নিয়েছেন ১৫.৭৪ সে.। পূর্বের রেকর্ড এই ইভেন্টে নোয়াখালীর রুখসানা বেগম ২০১৯ সালে সময় ছিলো ১৬.৪১ সে.। ৮০০ মিটার (কিশোরী) কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্মৃতি আক্তার সময় নিয়েছেন ২:২৭.৫৫সে., পূর্বে এই ইভেন্টে ২০০২ সালে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার চায়না খাতুন সময় নিয়েছেন ২:২৭.৮৬ সে।

অন্য দিকে মিরপুর বয়সভিত্তিক সাঁতারের প্রথম দিনে চারটি জাতীয় রেকর্ড হয়েছে। শনিবার সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত বালিকাদের ১০০ মিটার ব্যাক স্ট্রোকে বিকেএসপির ফাতিহা মাহতাব এক মিনিট ২০ দশমিক ৬ সেকেন্ডে, যুবতী গ্রুপে ২০০ মিটার বাটারফ্লাইয়ে বিকেএসপির অ্যানি আক্তার দুই মিনিট ৫৪ দশমিক ৫৯ সেকেন্ডে, যুবারে ২০০ মিটার বাটারফ্লাইয়ে বিকেএসপির তোফায়েল দুই মিনিট ১৬ দশমিক ৬৪ সেকেন্ডে এবং বালিকাদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির জুই আক্তার পাঁচ মিনিট ২০ দশমিক ৮৩ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপক জেতেন।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।