সুরা কাহাফের ফযীলত:

সুরা কাহাফের ফযীলত:

প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান

من قرأ سورة الكهف يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين). رواه النسائي
যে ব্যক্তি শুক্রবারে সুরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুমআর মধ্যবর্তী সময়ে নুরে আলোকিত হবে।

"من حفظ عشر آيات من أول سورة الكهف عصم من الدجال" رواه مسلم 
"যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জাল থেকে রক্ষা পাবে”
من قرأ العشر الأواخر من سورة الكهف عصم من فتنة الدجال" رواه مسلم
যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত পাঠ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।
من قرأ سورة الكهف كما أنزلت كانت له نورا يوم القيامة" رواه البيهقي
যে ব্যক্তি সুরা কাহাফ যে ভাবে অবতীর্ণ হয়েছে সে ভাবে পাঠ করবে তার জন্য কেয়ামতের দিন নুর হবে।
من قرأ أول سورة الكهف وآخرها كانت له نورا من قدمه إلى رأسه ومن قرأها كلها كانت له نورا ما بين الأرض والسماء" رواه أحمد.
যে ব্যক্তি সুরা কাহাফের শুরু এবং শেষের অংশ পাঠ করবে তার জন্য পা থেকে মাথা পর্যন্ত নুর হবে। আর যে পূর্ণ সুরা পাঠ করবে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নুর হবে।

লেখকঃ

প্রফেসর, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

 ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।