আসুন কুরআনের সাথী হয়ে যাই।

আসুন কুরআনের সাথী হয়ে যাই।

প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান

প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান 

কুরআনের শ্রেষ্ঠত্ব। 

আবূ মূসা আশ‘আরী (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কুরআন  তিলাওয়াত করে, তার দৃষ্টান্ত হচ্ছে এ লেবুর মত যা সুস্বাদু এবং সুগন্ধযুক্ত। আর যে ব্যক্তি (মু’মিন) কুরআন পাঠ করে না, তার দৃষ্টান্ত হচ্ছে এমন খেজুরের মত, যা সুগন্ধহীন, কিন্তু খেতে সুস্বাদু। আর ফাসিক-ফাজির ব্যক্তি যে কুরআন পাঠ করে, তার দৃষ্টান্ত হচ্ছে রায়হান জাতীয় লতার মত, যার সুগন্ধ আছে, কিন্তু খেতে বিস্বাদ। আর ঐ ফাসিক যে কুরআন একেবারেই পাঠ করে না, তার দৃষ্টান্ত হচ্ছে ঐ মাকাল ফলের মত, যা খেতেও বিস্বাদ এবং যার কোন সুগন্ধও নেই। [৫০৫৯, ৫৪২৭, ৭৫৬০] (আধুনিক প্রকাশনীঃ ৪৬৪৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ৪৬৫০)

গ্রন্থঃ সহীহ বুখারী,  আল-কুরআনের ফাযীলাতসমূহ 
হাদিস নম্বরঃ ৫০২০

হাদিসের মানঃ সহিহ

প্রফেসর, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

 ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

facebook sharing button