ঈদগাহে ছাতা-জায়নামাজ আনার অনুরোধ ডিএমপি কমিশনারের

ঈদগাহে ছাতা-জায়নামাজ আনার অনুরোধ ডিএমপি কমিশনারের

সংগৃহীত

ঈদের নামাজ আদায়ের সময় মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ সাথে না আনার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (২৮ জুন) সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা সরেজমিন পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

কমিশনার বলেন, ঢাকায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ ৩০ থেকে ৩৫ হাজার লোক নামাজ পড়বেন। যারা ঈদগাহ আসবেন, তারা শুধুমাত্র জায়নামাজ আর ছাতা নিয়ে আসতে পারেন। অন্য কোনো লাগেজ বা ব্যাগ না নিয়ে আসার জন্য অনুরোধ করছি। প্রত্যেককে চেকপোস্টে তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করতে দেয়া হবে। গাড়ি কোথায় থামবে, সে বিষয়েও নির্দেশনা রয়েছে। গাড়ি থেকে নেমে অনেকদূর হেঁটে আসতে হবে। তাই বৃষ্টির দিনে সবার সাথে ছাতা থাকা বাঞ্ছনীয়।