মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ সিম ব্যবহারকারী

মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ সিম ব্যবহারকারী

সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে হচ্ছে। গ্রামে নিজের বাড়িতে ঈদ করতে যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। তবে, ঈদ করতে মানুষ যে শুধু গ্রামে যাচ্ছেন, তাই নয় ঢাকায়ও আসছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ।

মঙ্গলবার (২৭ জুন) ঢাকা ছেড়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৫৯৩ মোবাইলফোনের সিম ব্যবহারকারী। এদিনে ঢাকায় প্রবেশ করেছেন সাত লাখ ৭৮ হাজার ৫৪৩ সিমধারী। এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

মন্ত্রী মোস্তফা জব্বার আজ বুধবার (২৮ জুন) তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘গতকাল মঙ্গলবার ঢাকায় প্রবেশ করেছেন গ্রামীণফোনের এক লাখ ২৭ হাজার ৫৯৬ জন গ্রাহক, রবির এক লাখ ২৩ হাজার ৯৯৩ জন গ্রাহক, বাংলালিংক এর চার লাখ ৫৯ হাজার ৫৩৬ জন গ্রাহক ও টেলিটকের ৬৭ হাজার ৪১৮ জন গ্রাহক। একইদিনে ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের দুই লাখ ৩০ হাজার ৮৮৬ জন গ্রাহক, রবির ছয় লাখ দশ হাজার ৬৪১ জন গ্রাহক, বাংলালিংক এর ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন গ্রাহক ও টেলিটকের এক লাখ আট হাজার ৩১০ জন গ্রাহক।’

এক প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে কত সংখ্যক গ্রাহক ঢাকা আসছেন ও ঢাকা ছাড়ছেন তার একটি পরিসংখ্যান আমরা দিচ্ছি। এটা ২৭ জুন থেকে দেওয়া শুরু হয়েছে। ৩০ জুন পর্যন্ত প্রতিদিনই রাতের আপডেট দেওয়া হবে।’