সাতক্ষীরার আম রফতানিতে নতুন রেকর্ড গড়লো

সাতক্ষীরার আম রফতানিতে নতুন রেকর্ড গড়লো

সাতক্ষীরার আম

এবার সাতক্ষীরায় লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ হাজার মেট্রিক টন আম বেশি উৎপাদন হয়েছে। পাশাপাশি গত বছরের তুলনায় এবার ১৩২ মেট্রিক টন আম বেশি রফতানি হয়েছে বিদেশে। সেই হিসেবে চলতি মৌসুমে আম উৎপাদন ও রফতানিতে রেকর্ড গড়েছে।তবে গতবারের তুলনায় এবার বাগান মালিকরা দাম অনেক কম পেয়েছেন বলে দাবি করছেন।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে এ জেলায় চলতি মৌসুমে আম উৎপাদন হয়েছে ৬৮ হাজার মেট্রিক টন। যেখানে গত মৌসুমে সাতক্ষীরায় আম উৎপাদন হয়েছিল ৫১ হাজার মেট্রিক টন। একইভাবে ২০১৫ সালে সাতক্ষীরা থেকে আম রফতানি শুরু হওয়ার পর চলতি মৌসুমেই সবচেয়ে বেশি আম রফতানি হয়েছে। যার পরিমাণ ১৫৩ টন। বিগত বছরেও এর পরিমাণ ছিল মাত্র ২১ টন।