ঈদের দ্বিতীয় দিনে ৫ জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

ঈদের দ্বিতীয় দিনে ৫ জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

প্রতিকী ছবি

ঈদুল আজহার ঈদের দ্বিতীয় দিন সড়কে ৫ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে তিনজন, লক্ষ্মীপুর দুজন, গাইবান্ধায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও ঝিনাইদহে একজন নিহত হয়েছে।

টাঙ্গাইল: ঈদে ঘুরতে বের হয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ ব্যাটারিচালিত অটোরিকশার তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫)। তিনি টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অপর দুই বন্ধু হচ্ছে, একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭) ও আব্দুর রিপনের ছেলে মো. ফকর (১৬)।

গাইবান্ধা: গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী ফেনীর ফুলগাজী থানার দামুড়া গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৫৫) ও কার চালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার হক মিয়ার ছেলে মো. মিজন (৩৫)।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আরো তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) বিকেল ছয়টার দিকে সড়কের সাইফিয়া দরবার শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের মঞ্জুর ছেলে সাফায়ত (১৮), অন্যজন দালাল বাজার ইউনিয়নের আক্তার হোসেনের ছেলের রাজন (১৮)।

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় থ্রি-হুইলারের (তিন চাকার গাড়ি) আরো দুই যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন (৪০) পেশায় একজন আম ব্যবসায়ী।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাসের ধাক্কায় জয় কুমার দাস (৫৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। শুক্রবার (৩০ জুন) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গৌরাঙ্গ কুমার দাসের ছেলে।