দেশের বিভিন্ন স্থানে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

দেশের বিভিন্ন স্থানে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

ফাইল ছবি।

কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার উব্দাখালী, মহাদেও, বৈঠাখালী ও মঙ্গলেশ্বরীসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।  

রোববার (২ জুলাই) দুপুরে উব্দাখালী নদীর ডাকবাংলো পয়েন্টে পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া উপজেলার প্রায় ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি ঢুকেছে। কাঁচা-পাকা অন্তত ১০টি রাস্তার বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে।

পোগলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, রোববার সকাল থেকে পানি বেশ বৃদ্ধি পাচ্ছে। ইউনিয়নের কালাকোনা, জীবনপুর, গোয়াতলা, কৈলাটি, মঙ্গলসিধসহ বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। এতে করে ওই এলাকার মানুষ কিছুটা পানিবন্দি হয়ে পড়ছে। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন জানান, স্কুল বন্ধ থাকায় কতগুলো বিদ্যালয়ে বন্যার পানি এসেছে, তা সঠিক বলা যাচ্ছে না। তবে বাহাদুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজপাড়া, খলা-২, বড়খাপন, চৌহাট্টা, বাউসারী, হাইলাটী, রিকা, পোগলা, ভাটিপাড়াসহ বেশ কিছু বিদ্যালয়ের মাঠে পানি ঢুকেছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম জানান, গত কয়েক দিনের বৃষ্টির ফলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমরা সব ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিটি গ্রামের খোঁজ-খবর নিচ্ছি।  জরুরি হট নম্বর খোলা হয়েছে। শুকনা খাবারসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।