ফিলিস্তিনি ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ৩

ফিলিস্তিনি ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ৩

ফাইল ছবি

ফিলিস্তিনের উত্তর-পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। চলমান এই হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (৩ জুলাই) সকালে এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর-পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক হামলা শুরু করেছে। একাধিক বিমান হামলার মাধ্যমে এটি শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলোতে একটি আবাসিক ব্লক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও ১২ জন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ‘জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালাচ্ছে।

তারা বলেছে, ‘সন্ত্রাসীরা আস্তানা হিসেবে জেনিন ক্যাম্প ব্যবহার করছে। তারা বেসামরিকদের ক্ষতি করছে। এমন অবস্থায় আমরা নিষ্ক্রিয় থাকব না। ’

হামলার শিকার ব্লকটি একটি ‘সন্ত্রাসী ঘাঁটি’ ছিল বলে আইডিএফ দাবি করেছে।

জেনিন ব্যাটালিয়ন নামে একটি সামরিক গ্রুপের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ, হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র লোক রয়েছে। তারা বলেছে: ‘আমরা শেষ নিঃশ্বাস ও বুলেট পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করব এবং আমরা সমস্ত দল ও সামরিক গ্রুপগুলো এক হয়ে কাজ করব। ’

ক্যাম্পের বাসিন্দা আহমেদ জাকি বিবিসিকে বলেছেন, ‘ইসরায়েলি সেনার গাড়ি বহর বেশ কয়েকটি রাস্তা থেকে ক্যাম্পের উপকণ্ঠে প্রবেশ করেছে’।

গত মাসে (জুনে) ইসরায়েলি সামরিক বাহিনী জেনিন ক্যাম্পে একটি অভিযানের সময় কমপক্ষে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছিল।