সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে দেশে এলো ৩৬ টন কাঁচা মরিচ

সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে দেশে এলো ৩৬ টন কাঁচা মরিচ

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে চার ট্রাকযোগে ৩৬ মেট্রিক টন কাঁচা মরিচ প্রবেশ করেছে। সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ট্রাকগুলো প্রবেশ করে। এর ফলে চাঁপাইনবাবগঞ্জসহ এর আশপাশের বাজারগুলোতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। এর আগে সপ্তাহজুড়ে ৭০০-১০০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে খুচরা বাজারে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত ৩৬ টন কাঁচা মরিচ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। আগামীকাল আরও কাঁচা মরিচের ট্রাক ভারত থেকে আমদানি করবে ব্যবসায়ীরা।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে মরিচ আসা শুরু হয়েছে সোনামসজিদ বন্দরে। বিকাল পর্যন্ত মরিচ ভর্তি ৪টি ট্রাক পানামায় প্রবেশ করেছে।

এর আগে সর্বশেষ ২৬ জুন ১ ট্রাক কাঁচা মরিচ আমদানি করেছিলেন ব্যবসায়ীরা।