উপসাগরে বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরান : মার্কিন নৌবাহিনী

উপসাগরে বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরান : মার্কিন নৌবাহিনী

সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী পারস্য উপসাগরের আন্তর্জাতিক পানিসীমায় একটি বাণিজ্যিক জাহাজ বলপূর্বক আটক করেছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তারা বলেছে, জাহাজটি চোরাচালানে জড়িত ছিল সন্দেহে তারা এতে হস্তক্ষেপ করেনি।

বাহরাইনভিত্তিক মার্কিন নৌবাহিনীল ফিফথ ফ্লিট বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতির ওপর নজর রেখেছে, তবে কোনো সাড়া দেয়নি।

এ ব্যাপারে ইরান কোনো মন্তব্য করেনি।
সৌদি বন্দরনগরী দাম্মাম থেকে ৫৯ নটিক্যাল মাইল উত্তরপূর্ব সাগর থেকে তানজানিয়ার পতাকাবাহী ছোট জাহাজকে ইরান আটক করার চেষ্টা করেছে বলে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা কোম্পানি আমব্রে জানায়।
প্রতিষ্ঠানটি জানায়, ইরান প্রায়ই তেল চোরচালানির সাথে জড়িত সন্দেহ করে ছোট ট্যাঙ্কারগুলোর যাতায়াতে বাধা দেয়।

যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে অভিযোগ করছে যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলে বাধা দিচ্ছে এবং জাহাজ আটক করছে ইরান। ইরান ও ওমানের মধ্যবর্তী এই প্রণালী দিয়ে সাগরবাহিত তেলের এক পঞ্চমাংশ পরিবহন করা হয়।

সূত্র : আল জাজিরা