রিয়াল ছেড়ে পিএসজিতে আসেনসিও

রিয়াল ছেড়ে পিএসজিতে আসেনসিও

সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গুঞ্জন চলছিল, ফরাসি ক্লাব পিএসজিতেই যাবেন মার্কো আসেনসিও। এবার সেটিরই এলো অফিসিয়াল খবর। তিন বছরের চুক্তিতে নেইমার-এমবাপ্পেদের ক্লাবে নাম লিখিয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পিএসজি। গত মৌসুমে রিয়ালের সঙ্গে চুক্তি ফুরিয়ে যায় আসেনসিওর। পরবর্তীতে আর চুক্তি নবায়ন করেননি তিনি। তাই ‘ফ্রি এজেন্ট’ হিসেবেই ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

রিয়ালে আসেনসিওর যাত্রা শুরু হয় ২০১৪ সালে। মায়োর্কা থেকে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়ে তিনি অংশীদার হয়েছন অনেক সাফল্যের। জিতেছেন ১৭টি শিরোপা। যেখানে রয়েছে তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে।

রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৯ ম্যাচ খেলেছেন আসেনসিও। করেছেন ৬১টি গোল ও ২৯টি অ্যাসিস্ট।