জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ হাইকোর্টের

জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ হাইকোর্টের

ছবিঃ সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফরম, টেলিভিশন বিশেষ করে খেলার চ্যানেলে ডিজিটাল, অনলাইন বাজি বা জুয়ার বিজ্ঞাপন সম্প্রচার-প্রচার বন্ধে তদারক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশে দেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী, অ্যাডভোকেট মো. জুলফিকার আলী ও ব্যারিস্টার শাহরিয়ার শহীদ সাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মিফতাহুল আলম ও সুমিত কুমার সরকার জনস্বার্থে আবেদনটি করেন। ওই আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী কামাল হোসেন মিয়াজী।