বাঁশখালীতে ছুরিকাঘা‌তে এক ব্যবসায়ী খুন

বাঁশখালীতে  ছুরিকাঘা‌তে এক ব্যবসায়ী খুন

প্রতীকী ছবি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় চা খাওয়াকে কেন্দ্র ক‌রে ছুরিকাঘাতে মো. জুল হক (৬০) নামের এক ব‌্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে ইউ‌নিয়‌নের গন্ডামারা বাজা‌রের গাউছিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

ছু‌রিকাঘা‌তে নিহত মো. বজলুল হক গন্ডামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আবুল বাশরের ছেলে। এদিকে খুনের ঘটনায় অভিযুক্ত নুরুল আজিজ সিকদারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জুলাই) সকা‌লে গন্ডামারা বাজারের গাউছিয়া হোটেলে চা খাওয়া‌কে কেন্দ্র ক‌রে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত নুরুল আজিজ সিকদার (৫১) হোটেল থেকে একটি ছুরি নিয়ে মো. বজলুল হকের পেটে ঢুকিয়ে দিলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

গন্ডামারা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আবুল কাশেম জানান, স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে আসার পথে শীলকুপ টাইম বাজার এলাকায় বজলুল হকের মৃত্যু হয়। এ‌ ঘটনার পর পু‌লিশ স্থানীয় জনগণের সহ‌যো‌গিতায় অভিযুক্ত নুরুল আজিজকে আটক ক‌রে থানায় নি‌য়ে আসে। মঙ্গলবার দুপুর ৩টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন‌্য চ‌মেক হাসপাতা‌লে পাঠানো হ‌লেও ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট মামলা হয়‌নি ব‌লে জানা গেছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, গন্ডামারায় তুচ্ছ ঘটনায় একজনের মৃত্যুর ঘটনার পরই পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত নুরুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।