নেতাকর্মীদের স্বাস্থ্যসেবায় সমাবেশে ড্যাবের চিকিৎসা ক্যাম্প

নেতাকর্মীদের স্বাস্থ্যসেবায় সমাবেশে ড্যাবের চিকিৎসা ক্যাম্প

সংগৃহীত

ঢাকায় বিএনপির সমাবেশে আগত নেতাকর্মীদের চিকিৎসায় অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প চালু করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বুধবার সকাল থেকে নয়াপল্টনে সমাবেশস্থলের পাশেই এই স্বাস্থ্য ক্যাম্প বসানো হয়েছে। দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, সমাবেশে আগত কোনো নেতাকর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের স্বাস্থ্যক্যাম্পে দ্রুত চিকিৎসা সেবা দেয়া হবে। এজন্য আমাদের সব প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে সমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলনের নতুন বার্তা দেয়া হবে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল। বেলা যত গড়াচ্ছে মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এ সমাবেশ থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দেবে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষে এই এক দফার যৌথ ঘোষণা উপস্থাপন করবেন। কেন্দ্রীয় অফিসের সামনে ছয়টি ট্রাক একত্র করে তৈরি করা হয়েছে মঞ্চ।