টি-টোয়েন্টিতে তাসকিনের হাফ-সেঞ্চুরি

টি-টোয়েন্টিতে তাসকিনের হাফ-সেঞ্চুরি

তাসকিন আহমেদ

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন পেসার তাসকিন আহমেদ।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তাসকিন।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের।

টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করতে মাত্র ১ উইকেট প্রয়োজন ছিল তার। ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে ৮ রানে বিদায় করে ক্যারিয়ারের ৫৪তম টি-টোয়েন্টিতে ৫০তম উইকেট পূর্ণ করেন তাসকিন। গুরবাজের পর আফগানদের আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাইকে ৪ রানে আউট করেন তিনি।

ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ১১৬ ম্যাচে সাকিব ১৩৮টি ও মোস্তাফিজ ৮৪টি-টোয়েন্টিতে ১০১ উইকেট শিকার করেছেন। ১৩৮ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ শিকারের মালিক সাকিব।

সূত্র : বাসস