আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস আজ

আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস আজ

ফাইল ছবি

আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস আজ। ১৯৯৮ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত প্রতিষ্ঠিত হয়। সেই থেকে দিনটি ন্যায়বিচার দিবস হিসেবে বাংলাদেশসহ বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

হেগ শহরে সদর দফতর হলেও যেকোনো দেশেই এই আদালতের বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ যাতে বিচার প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে সেই ধারণা প্রতিষ্ঠিত করতেই পালন করা হয় দিবসটি।

১৯৪৮ সালে জাতিসংঘের জেনোসাইড কনভেনশন স্বাক্ষরিত হয়। ফলে পরবর্তী সময়ে নুরেমবার্গ ও টোকিওতে সংঘটিত হওয়া অপরাধের বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হয়। এসব ঐতিহাসিক ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার পাওয়ার গুরুত্ব বাড়িয়ে দেয়।