হিরো আলমের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আলমগীর

হিরো আলমের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আলমগীর

হিরো আলমের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : ইসি আলমগীর

হিরো আলমকে শারীরিকভাবে লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর।তিনি বলেন, ‘হিরো আলমের ঘটনা অন্যায়। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হয়েছে।’সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সামনে নির্বাচন-পরবর্তী এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। ‘ আমি এখন পর্যন্ত অশান্তির কোনো ঘটনা দেখিনি। ঢাকায় ১৪ থেকে ১৫ শতাংশ ভোট পড়েছে…একটি কেন্দ্র কিছু একটা ঘটেছে, তার মানে এই নয় যে নির্বাচনে বিশৃঙ্খলা হয়েছে।’তিনি আরো বলেন, শান্তিপূর্ণ ভোটে নির্বাচন কমিশন সন্তুষ্ট।নির্বাচন কমিশন ‘রাজনৈতিক দলের অংশ’ হয়ে গেছে এমন মন্তব্যের জবাবে ইসি আলমগীর বলেন, ‘গণতান্ত্রিক দেশে এ ধরনের কথা বলার অধিকার সবার আছে। জনগণ সিদ্ধান্ত নেবে আমরা দলের অঙ্গ হয়েছি কি না।

সূত্র : ইউএনবি