দুই বছরে দু’বার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ

দুই বছরে দু’বার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে না হতেই সফরসূচি ঘোষণা করে দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে দেখা যাচ্ছে, আগামী দুই বছর দু’বার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

আজ মঙ্গলবার প্রকাশিত এই সূচিতে দেখা যাচ্ছে, ২০২৪ এবং ২০২৫ সালে পরপর দুই বছর তিন ফরম্যাটের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

পিসিবি আগেও একবার সূচি প্রকাশ করেছিলো। তবে আজ প্রকাশিত সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আজ প্রকাশিত পিসিবির সূচিতে দেখা যাচ্ছে, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ দলের পাকিস্তান সফর রাখা হয়েছে। তখন দুই টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল।

এরপর ২০২৫ সালের মে মাসেও বাংলাদেশ দলের পাকিস্তান সফরসূচিতে রেখেছে পিসিবি। তখন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।

বাংলাদেশ দল সর্বশেষ ২০২০ সালে পাকিস্তান সফরে গিয়েছিল। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিমবাসে হামলার পর সন্ত্রাস আক্রান্ত পাকিস্তানের মাটিতে প্রায় এক দশক আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।

অনেক চেষ্টার পর টেস্ট খেলুড়ে দলগুলোকে পাকিস্তানে খেলতে রাজি করায় পিসিবি। এখন পর্যন্ত ভারত ছাড়া প্রায় সবগুলো টেস্ট খেলুড়ে দলই পাকিস্তানের মাটিতে খেলে এসেছে।