তথ্যপ্রযুক্তিতে পিজিডি কোর্স নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

তথ্যপ্রযুক্তিতে পিজিডি কোর্স নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

ফাইল ছবি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ১৩তম ব্যাচে ইনফরমেশন টেকনোলজিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তিতে অনলাইন ও অফলাইনে আবেদন আহ্বান করেছে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ বছরে ৩ সেমিস্টারের জন্য এ আবেদন আহ্বান করা হয়েছে। ৪০টি আসনের জন্য আগ্রহী প্রার্থীরা ২৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন।

এই কোর্সের সুবিধা
* নন–আইটি গ্র্যাজুয়েটদের আইটিক্ষেত্রে প্রবেশের সুযোগ।
* যেকোনো বিশ্ববিদ্যালয়ের আইআইটি থেকে মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি (এমআইটি) করার সুযোগ।
ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন
সাধারণ গণিত, ইংরেজি, আইটি ও সাধারণ জ্ঞানের ওপর ৬০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
ক্লাস কখন
পিজিডি কোর্সের ক্লাস প্রতি শুক্রবার হবে।

অনলাইনে আবেদনের যেভাবে
* প্রার্থীরা গুগল ফরমে লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।
* আবেদনের পর বিকাশ নম্বরে (০১৮২৭৪৮৬৬২৫) ১,০০০ টাকা ফি জমা দিতে হবে।
* বিকাশের ট্রানজেকশন নম্বরসহ সব কাগজপত্র (সার্টিফিকেট, মার্কশিট, রঙিন ছবি) গুগল ফরমের মাধ্যমে আপলোড করতে হবে।

অফলাইনে আবেদন যেভাবে
* নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআইটি অফিস থেকে অথবা লিংকে প্রবেশ করে পিজিডিআইটি আবেদন ফরম ডাউনলোড করতে হবে।
* আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও মার্কশিট অথবা ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি, সদ্য (ছয় মাসের মধ্যে) তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ও নগদ ১,০০০ টাকা আবেদন ফি আইআইটি অফিসে (কেন্দ্রীয় লাইব্রেরি ভবন, তৃতীয় তলা, কক্ষ নম্বর ৩০৭) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে জমা দিয়ে Admit Card  সংগ্রহ করতে হবে।

পিজিডি কোর্সের ভর্তি ফি ও অন্যান্য তথ্য বিস্তারিত জানতে ক্লিক করতে বা যোগাযোগ করতে পারবেন ০১৩২২৮৮৯০২০ নম্বরে।