মানবতাবিরোধী অপরাধে পিরোজপুরে চারজনের ফাঁসির আদেশ

মানবতাবিরোধী অপরাধে পিরোজপুরে চারজনের ফাঁসির আদেশ

মানবতাবিরোধী অপরাধে পিরোজপুরে চারজনের ফাঁসির আদেশ

মানবতাবিরোধী অপরাধ মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ রায় ঘোষণা করেন বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

এ মামলায় প্রথমে সাত আসামি থাকলেও এখন জীবিত চারজনের বিষয়ে রায় ঘোষণা করা হয়। আসামিরা হলেন, আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নান, আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ ও নুরুল আমীন হাওলাদার।

২০১৬ সালের এপ্রিলে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। ২০১৮ সালের নভেম্বরে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে। মুক্তিযুদ্ধকালীন নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মোট চারটি অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে, যার সবগুলোই প্রমাণিত হয়।