ভারতে ১৬ মিনিটে ৩ বার ভূমিকম্প

ভারতে ১৬ মিনিটে ৩ বার ভূমিকম্প

প্রতীকী ছবি

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ১৬ মিনিটে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোরের এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও। খবর এনডিটিভির।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটি ঘটে শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগে, ভোর ৪ টা ২২ মিনিটে ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে ৩ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। তারও আগে ভোর ৪টা ৯ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রাজধানী জয়পুরসহ রাজ্যের অন্যান্য জেলায় জোরালো কম্পন অনুভূত হয়েছে। জয়পুরে কম্পন এতটাই শক্তিশালী ছিল যে, এতে বহু মানুষের ঘুম ভেঙে যায়। আর এতে করে ভোররাতেই আতঙ্কে মানুষ বাইরে বেরিয়ে আসে।