জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স করার সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স করার সুযোগ

ফাইল ছবি

প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স করার সুযোগ দেয়া হচ্ছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে চারটি বিষয়ে ভর্তির মাধ্যমে সুযোগ দেয়া হচ্ছে।

শুক্রবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনার্স বিষয়গুলো হলো- এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।

এতে আরও জানানো হয়, আগামী ২৭ জুলাই থেকে ভর্তিচ্ছুরা অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবে। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

আরও জানানো হয়, শুধু নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বাকি তিনটি বিষয়ে যে কোনো শাখার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।