ভয় কাটিয়ে আমাদের সত্য বলতে হবে : মেয়র আইভী

ভয় কাটিয়ে আমাদের সত্য বলতে হবে : মেয়র আইভী

ছবিঃ সংগৃহীত।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা কথা বলতে ভুলে গেছি। ভয়ের সংস্কৃতি আমাদের জেকে ধরেছে। এই ভয় কাটিয়ে আমাদের সত্য বলতে হবে। সংস্কৃতি সব সময় সত্য বলার সাহস যোগায়।

শুক্রবার (২১ জুলাই) রাতে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনন্দধারার সভাপতি রফিউর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শওকত আরা হোসেন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়।

সৈয়দ আনোয়ার হোসেন বলেন, রাজনীতি ও সংস্কৃতির সম্মিলনই হচ্ছে আমাদের স্বাধীনতা। রাজনীতিকে পরিশীলিত করে সংস্কৃতি। এখন রাজনীতি ও সংস্কৃতি বিচ্ছিন্ন। আর তাই রাজনীতির সঙ্কটও গভীর হয়েছে। এ থেকে উত্তরণের জন্য সংস্কৃতির জাগরণ দরকার, নয়ত এ বৈকল্য থেকে আমরা মুক্তি পাবো না।