ব্র্যাডলি সাঁজোয়া যানের কবরস্থান দেখালো রুশ সেনারা

ব্র্যাডলি সাঁজোয়া যানের কবরস্থান দেখালো রুশ সেনারা

ছবিঃ সংগৃহীত।

রাশিয়ার হামলায় মার্কিন নির্মিত চারটি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেলসহ ইউক্রেনের একটি আর্মার্ড গ্রুপ ধ্বংস হয়েছে।

এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গত শনিবার কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে ১২ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। অবশ্য, নিরপেক্ষভাবে ওই ভিডিও ক্লিপের বিষয়টি তদন্ত করা যায়নি।

ভিডিওতে দেখা যায়, ধ্বংস হওয়া বেশ কয়েকটি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকেল পড়ে রয়েছে এবং তার পাশ দিয়ে একটি ট্যাংক চলে যাচ্ছে। ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকেল ধ্বংস হওয়ার স্থানকে রুশ সেনারা কবরস্থান বলে উল্লেখ করেছে। নিপার নদীর ৫০ কিলোমিটার পূর্বে জাপোরিজিয়া অঞ্চল থেকে এই ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিও ক্লিপে বলা হয়েছে- একটি মাত্র সংঘর্ষের ঘটনায় এইসব সামরিক সরঞ্জাম ধ্বংস হয়।

পেন্টাগনের তথ্য অনুযায়ী আমেরিকা এ পর্যন্ত ইউক্রেনকে ২০০ ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকেল সরবরাহ করেছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযান সফল করার জন্য আমেরিকা বিশেষ তৎপর রয়েছে। তারই অংশ হিসেবে এই সমস্ত ব্র্যাডলি ভেহিকেল দেয়া হয়েছে। সূত্র: পার্সটুডে।