আইপিএলের জন্য এশিয়া কাপ পেছানো হবে না : পিসিবি

আইপিএলের জন্য এশিয়া কাপ পেছানো হবে না : পিসিবি

ছবিঃ সংগ্রহীত

করোনাভাইরাসের স্তব্ধ হয়ে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বৈশ্বিক অনেক ইভেন্টসহ দ্বিপাক্ষিক অনেক সিরিজও বাতিল বা স্থগিত হয়ে গেছে। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগও (আইপিএল) স্থগিত হয়ে গেছে। ভারতে চলছে লকডাউন। সুতরাং টুর্নামেন্টের ১৪তম আসর কবে শুরু হবে কিংবা আদৌ এবারের হবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-২০ বিশ্বকাপের। অথচ তা নিয়েও রয়েছে শঙ্কা। আছে এশিয়া কাপ। এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্টের এবারের আয়োজক পাকিস্তান। তবে ভারতীয় দল পাকিস্তান সফরে রাজি না হওয়ায় টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আবার আলোচনা আছে পরিস্থিতি স্বাভাবিক হলে এশিয়া কাপ পিছিয়ে দেয়ার। আগে আইপিএল মাঠে গড়াবে, পিছিয়ে দেয়া হবে এশিয়া কাপ। তবে সেটা মেনে নেবে না পাকিস্তান।

আইপিএলের কারণে এশিয়া কাপ পিছিয়ে দেওয়ার ব্যাপারটি কিছুতেই মেনে নেবে না পাকিস্তান। যদি আইপিএল আয়োজনের জন্য এশিয়া কাপ আয়োজন পেছানোর প্রস্তাব দেয়া হয়, তাহলে তার প্রতিবাদ করবে পিসিবি।

করোনাভাইরাসের কারণে পৃথিবীর সব খেলাই বন্ধ। সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে গেছে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই। ঘরোয়া ক্রিকেটও বন্ধ সব টেস্ট খেলুড়ে দেশেরই। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল বন্ধ হয়ে গেছে একেবারে শিরোপা নির্ধারণের আগেই। আইপিএল তো মাঠেই গড়াতে পারেনি। প্রথমে ১৫ এপ্রিল পর্যন্ত এটি স্থগিত হলেও করোনা-সংক্রমণের যে অবস্থা, তাতে এই আয়োজন অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেছে।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খুব করেই চাইছে পরিস্থিতি ভালো হলে এটি সেপ্টেম্বর-অক্টোবরের দিকে আয়োজন করতে। আইপিএল এবার না হলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে। সে কারণেই বিসিসিআই এখন মরিয়া আইপিএল নিয়ে। এখনো সেভাবে আলোচনা না হলেও সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজনের কথা শোনা যাচ্ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান কথা বলেছেন এটি নিয়েই। সেপ্টেম্বরে যেহেতু পাকিস্তানের এশিয়া কাপ আয়োজনের কথা, তাই সে সময় আইপিএল আয়োজন মানবে না বলেই জানিয়েছেন তিনি, ‘আমাদের অবস্থান খুব পরিষ্কার। যদি কোনো কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ হতে না পারে, সেটি অবশ্যই করোনাভাইরাস ইস্যু। আর আইপিএলের কারণে যদি এশিয়া কাপ পিছিয়ে দেয়ার প্রস্তাবনা দেয়া হয়, তাহলে সেটি পাকিস্তান মেনে নেবে না।’

নৈতিক দিক দিয়েও পাকিস্তান এটিকে সঠিক মনে করে না। ওয়াসিম বলেন, ‘আমরা শুনছি আইপিএল আয়োজনের স্বার্থে নভেম্বর-ডিসেম্বরে পিছিয়ে নেয়া হতে পারে সেপ্টেম্বরের এশিয়া কাপ। কিন্তু সেটি সম্ভব নয়। যদি এশিয়া কাপকে পিছিয়ে দেয়া হয়, তবে তা এক সদস্যের সুবিধার জন্য হবে। যা উচিত নয় এবং এতে আমাদের সমর্থনও নেই।’

সম্প্রতি আইসিসির ভিডিও কনফারেন্সে বিসিসিআইয়ের প্রতিনিধি আইপিএলে সংক্রান্ত কোনো প্রস্তাব উত্থাপন করেননি বলেও দাবি করেন পিসিবি নির্বাহী। এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ওয়াসিম খান জানিয়েছেন নভেম্বর-ডিসেম্বরে প্রথমে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। তার পর নিউজিল্যান্ড সফরে যাবে দেশটি। সূত্র : বাসস