গোলাপবাগে যাবে না বিএনপি, পেছাতে পারে সমাবেশ

গোলাপবাগে যাবে না বিএনপি, পেছাতে পারে সমাবেশ

ছবিঃ সংগৃহীত।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে বৃহস্পতিবার ঢাকায় বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশ হওয়ার কথা। তবে মহাসমাবেশ নিয়ে শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয়েছে। দলটি সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন চাইলেও বুধবার দুপুরে মহানগর পুলিশ সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ দেয়।

এমন প্রেক্ষাপটে মহাসমাবেশের ভেন্যুসহ করণীয় নির্ধারণে বুধবার (২৬ জুলাই) বিকেলে স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি। বৈঠকের পর বিএনপির তরফ থেকে পুলিশকে জানানো হয়, তারা গোলাপবাগে যাবে না, প্রয়োজনে একদিন পরে সমাবেশ করতেও তারা রাজি আছে।

 

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশস্থল নিয়ে কোনো সুরাহা হয়নি। এদিকে সমাবেশে যোগ দিতে রাজধানীতে ইতিমধ্যে বিপুলসংখ্যক নেতাকর্মী এসে হাজির হয়েছেন। বুধবার (২৬ জুলাই) বিকেল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগতদের ভিড় দেখা যায়।