ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু পরীক্ষা কিটের ফি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর শহরে অভিযান চালিয়ে নিউ গলাচিপা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, মা-মনি ডিজিটাল সেন্টারকে ১০ হাজার, মোহনা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার এবং ইব্রাহিম স্টোর্সকে ২ হাজার মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ সোয়াইব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি অফিসার শুভংকর চন্দ্র দাস ও গলাচিপা থানার এসআই সুকণ্ঠ।

সহকারী পরিচালক মোহাম্মদ শাহ সোয়াইব মিয়া বলেন, ‘ভবিষ্যতে যদি ডেঙ্গুর কিটের দাম বেশি নেয়া হয় তাহলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’