ভারতীয় ঘূর্ণিতে ২৩ ওভারেই অল-আউট উইন্ডিজ!

ভারতীয় ঘূর্ণিতে ২৩ ওভারেই অল-আউট উইন্ডিজ!

ছবিঃ সংগৃহীত।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের চরম প্রদর্শনী দেখাল উইন্ডিজ। সফরকারী দলের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা আর চায়নাম্যান কুলদীপ যাদবের ঘূর্ণিতে ক্যারিবিয়ানরা ব্যাট করতে পেরেছে মাত্র ২৩ ওভার! রান উঠেছে ১১৪। ফিফটি তো দূরের কথা, স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হলো ৪৩ রানের। যেটা এসেছে অধিনায়ক শেই হোপের ব্যাট থেকে।

বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলীয় ৭ রানেই হার্দিক পান্ডিয়ার বলে রোহিতের তালুবন্দি হন কাইল মেয়ার্স (২)। সেই থেকে শুরু, আর ঘুরে দাঁড়াতে পারেনি উইন্ডিজ। অপর ওপেনার ব্রেন্ডেন কিং ১৭ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে যান।

তিনে নামা অলিক আথানাজে ৩ চার ১ ছক্কায় ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন বটে, তবে মুকেশ কুমারের বলে তাকে থামতে হয়েছে ১৭ রানে।

১৬তম ওভারে শিমরন হেটমায়ারকে (১১) বোল্ড করেন জাদেজা। ফিরতি ওভারে এসে তুলে নেন রোভম্যান পাওয়েলকে (৪)। এক বল পরেই কোহলির হাতে ক্যাচ দিয়ে জাদেজার তৃতীয় শিকারে পরিণত হন রোমারিও শেপার্ড (০)।

এরপর শুধুই কুলদীপ যাদবের ঘূর্ণিজাদু। পরপর তিন ওভারে ৪ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের লেজটা ছেঁটে দেন তিনি। এই স্পিনার ৩ ওভার বল করে ২ মেডেনসহ মাত্র ৬ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্যদিকে জাদেজা ৩ উইকেট নিয়েছেন ৩৭ রানের বিনিময়ে।