তিন বছরের শিরোপাখরা কাটাল জুভেন্টাস

তিন বছরের শিরোপাখরা কাটাল জুভেন্টাস

ছবি:সংগৃহীত

তিন বছরের আক্ষেপ কাটিয়ে কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলল জুভেন্টাস। শিরোপা নির্ধারণী ম্যাচে আটালান্টাকে ১-০ গোলে হারিয়ে সর্বোচ্চ ১৫টি কোপা ইতালিয়া শিরোপার মালিক বনে গেলো ওল্ড লেডিরা।

বৃহস্পতিবার (১৬ মে) ইতালির অলিম্পিকোতে জমজমাট ফাইনালের পুরোটা জুড়েই বল দখলে এগিয়ে ছিল আটালান্টা। তবে ভাগ্যের কাছে হেরে ৬১ বছর পর শিরোপা ঘরে তোলার সুযোগ হাতছাড়া করে জিয়ান পিয়েরো গ্যাস্পেরিনির শিষ্যরা।

ম্যাচের শুরুতেই জুভেন্টাসকে লিড এনে দেন সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। তার একমাত্র গোলে ভর করে শিরোপা উল্লাসে মাতে জুভেন্টাস। এদিকে প্রথম কোচ হিসেবে কোপা ইতালিয়া পাঁচবার জেতার রেকর্ড গড়েছেন অ্যালেগ্রি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে তার ভাষ্য, ‘আমি ছেলেদের নিয়ে খুব খুশি। তারা ক্লাব, সমর্থক এবং আমার জন্য আনন্দ বয়ে নিয়ে এসেছে। জয় কখনই সহজ নয়, তবে এটা আমাদের ডিএনএতে আছে।’

নিজের বিদায়ের ইঙ্গিত দিয়ে অ্যালেগ্রি বলেন, ‘যদি আমি আগামী মৌসুমে জুভেন্টাসের কোচ না থাকি, তবে শক্ত একটি দল রেখে যাব। ক্লাবটি তার গৌরব ধরে রাখবে।’