যশোর বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

যশোর বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

ফাইল ছবি

এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৮৬ দশমিক ১৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ শিক্ষার্থী। 

শুক্রবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমদ।

এ সময় তিনি বলেন, গত দুই বছরের তুলনায় এবার ফলাফল কিছুটা খারাপ হলেও এটাই প্রকৃত ফলাফল। কারণ গত দুই বছর সর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। যে কারণে পাসের হার বেশি ছিল। এ বছরের পাসের হার ২০২০ সালের পাসের হারের কাছাকাছি। তাই এবারের ফলাফলে তারা সন্তুষ্ট। 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের দুই হাজার ৫৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। আর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।