নারায়ণগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ১

ছবিঃ সংগৃহীত।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯ টি চোরাই মোবাইলসহ আল আমিন (৩০) নামে এক মোবাইল সার্ভিস দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বাজারে তার দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কল্যান্দী গ্রামের গেলমান ফকিরের ছেলে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, আলআমিন মোবাইল সার্ভিসিং এর আড়ালে এলাকার মোবাইল চোরদের কাছ থেকে চোরাই মোবাইল রেখে তা লোকজনের কাছে বিক্রি করে থাকে।

এলাকাবাসির কাছ থেকে গোপনে সংবাদ পেয়ে বুধবার রাতে তাকে গ্রেফতার ও তার জিম্মায় থাকা ৯ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।বৃহষ্পতিবার সকালে তাকে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।