ডেঙ্গু নিয়ন্ত্রণ অভিযানে বাধা, একজনকে সশ্রম কারাদণ্ড

ডেঙ্গু নিয়ন্ত্রণ অভিযানে বাধা, একজনকে সশ্রম কারাদণ্ড

ফাইল ছবি

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মো. লিটন (৫৫)। রবিবার কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান।

জানা গেছে, অভিযানকালে মো. লিটন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে মিথ্যা তথ্য দেন এবং আপত্তিকর আচরণের মাধ্যমে আদালতের কাজে বারবার বাধা দিতে থাকেন। তাকে কয়েকবার সতর্ক করলেও তাতে তিনি কর্ণপাত না করে বরং আরও বেশি মাত্রায় বাধা নেন। অবশেষে আদালত সরকারি কাজে বাধা দেওয়ায় দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ধারায় তাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া অভিযানে মোট ৫০৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১১ মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।