আজ তামিমের সঙ্গে আলোচনায় বসছে বিসিবি

আজ তামিমের সঙ্গে আলোচনায় বসছে বিসিবি

ফাইল ছবি

গেল মাসে নিজের অবসর ইস্যু থেকে ফিরে আসার পর তামিম ইকবাল জানিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের সাথে তার আলাপ রয়েছে কিছু বিষয় নিয়ে। আর সেই আলাপের ওপরেই অনেক কিছু নির্ভর করবে বাঁহাতি এই ওপেনারের ভবিষ্যৎ নিয়ে। এবার সেই আলাপেই বসতে যাচ্ছেন তামিম। আলোচনায় থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ বৃহস্পতিবার তামিম ও বিসিবির এই যৌথ আলোচনার সভাটি হবে কঠোর গোপনীয়তার সাথে। সভার আগে এই সম্পর্কে কাউকেই কিছু জানানো হবে না। তবে জানা গেছে, সভার পর সংবাদমাধ্যমকে ডেকে তামিমের সঙ্গে কী আলোচনা হলো, সেটা জানাবেন বিসিবির কর্মকর্তারা। তবে কখন কোথায় বসবে এই সভা সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি।

এদিকে গতকাল এক গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত এখন পর্যন্ত আমাদের ক্যাপ্টেন তামিম ইকবাল। এখন সমস্যা হচ্ছে, ও (তামিম) কখন থেকে খেলবে বা খেলতে পারবে, সেটা তো আমরা এখনও পর্যন্ত জানি না। ও ডাক্তার দেখিয়ে আসছে। স্পষ্টভাবে ওর সমস্যা আছে, এখন যেটা আমরা জানলাম। অবশ্য আগে জানতাম না যে, ওর বেশ সমস্যা আছে। এই সমস্যাটার জন্য কী করতে হবে, কতদিন সময় লাগবে এইগুলো না জেনে মন্তব্য করা কঠিন।’