শ্যালোমেশিনে গামছা পেঁচিয়ে কৃষকের মৃত্যু

শ্যালোমেশিনে গামছা পেঁচিয়ে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি।

সিরাজগঞ্জের চৌহালীতে ইঞ্জিনচালিত শ্যালোমেশিনে গলার গামছা পেঁচিয়ে মোনতাজ হোসেন (৪৫) মারা গেছেন। রোববার সকালে মুরাদপুর এলাকায় মাছ ধরার একপর্যায়ে নৌকার ইঞ্জিন চালু করতে গেলে এ ঘটনা ঘটে।

মোনতাজ হোসেন ঘোড়জান ইউনিয়নের দক্ষিণ বড়ঙ্গাইল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে যমুনা নদীতে মাছ ধরতে একটি ইঞ্জিনচালিত একটি শ্যালো নৌকা নিয়ে বের হয় মোনতাজ হোসেন। আজ রবিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে মুরাদপুর এলাকায় মাছ ধরার একপর্যায়ে নৌকার ইঞ্জিন চালু করতে গিয়ে গলার সাথে থাকা গামছা মেশিনের সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে নৌকা ভাসতে ভাসতে দূরে গেলে অন্য নৌকার যাত্রীরা লাশ দেখে ওনার পরিবারকে খবর দেন। দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মোনতাজ উদ্দিনের শ্যালক ডিম ব্যবসায়ী আলতাফ হোসেন মোল্লা।