শতাধিক মাফিয়া সদস্য গ্রেফতার ইতালিতে

শতাধিক মাফিয়া সদস্য গ্রেফতার ইতালিতে

প্রতিকী ছবি

ইতালির কালাব্রিয়ান শহরের কোসেনজায় অভিযান চালিয়ে পুলিশ কালাব্রিয়ান নদ্রানগেতা মাফিয়া চক্রের ১০৯ সন্দেহভাজন সদস্যকে আটক করেছে পুলিশ।

ইতালির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত জোট ‘লানজিনো-পাতিতুচ্চি’ ও ‘জিঙ্গারি’ নামের দুটি চক্রের স্থানীয় সদস্যদের পাশাপাশি একজন শুল্ক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে। 

ইউরোপের কোকেন বাজারের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ নদ্রানগেতার হাতে বলে মনে করে ইতালির পুলিশ।আটক ব্যক্তিরা কোসেনজা এলাকায় মাদক পাচার, মাফিয়া চক্র পরিচালনা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই মাদক সাধারণত লাতিন অ্যামেরিকার বিভিন্ন দেশ থেকে খাবার ও কাঠ পরিবহনকারী কনটেইনারে করে পাচার করা হয়। মাফিয়ার চক্রের মালিকানাধীন কোম্পানিগুলো সেই চালান সরবরাহ করে।