সংসদ সদস্য পদ ফেরত পেলেন রাহুল গান্ধী

সংসদ সদস্য পদ ফেরত পেলেন রাহুল গান্ধী

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের পর সংসদেও বড় জয় পেলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অবশেষে সংসদ সদস্য পদ ফিরে পেলেন তিনি। ওয়েনাড়ের সংসদ সদস্য হিসাবে পুনর্বহাল করা হয়েছে তাকে।

সোমবার ভারতের লোকসভা সচিবালয়ের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের সদস্য পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে রাহুল গান্ধীকে। খবর এনডিটিভির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির মামলায় চলতি বছরের মার্চ মাসে গুজরাটের সুরাটের একটি আদালতে ৫২ বছর বয়সী রাহুল দোষী সাব্যস্ত হন। তাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত।

মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণার মাত্র এক দিনের মাথায় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়। এর ফলে তার ভারতীয় লোকসভার সদস্যপদ খারিজ হয়ে যায়। 

গত সপ্তাহে রাহুলের সাজার উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তাকে সংসদ সদস্য পদে ফেরানোরও আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। এরপরই সংসদ সদস্য পদ ফেরত পেলেন তিনি।