মুন্সীগঞ্জে ট্রলারডুবি : আরো ১ শিশুর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে ট্রলারডুবি : আরো ১ শিশুর লাশ উদ্ধার

সংগৃহীত

মুন্সীগঞ্জে জেলার ডহরী-তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় তুরান আহমেদ নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে ডুবে যাওয়া স্থান রসকাঠি এক কিলোমিটার দূরত্বে সুবচনী বাজারের কাছ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস আহমেদ এ তথ্য নিশ্চিত করে আরো জানান, নিখোঁজ বাকি দুটি শিশুর লাশ উদ্ধারে অভিযান চলমান রয়েছে। উদ্ধার শিশু তুরান সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। তবে মাহির (১১) ও নাভা (৫) নামের দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে।

গত শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রাম থেকে ট্রলার নিয়ে পদ্মা নদীতে বেড়াতে যায় ৪২ জনের একটি দল। ফেরার পথে ডহরী-তালতলা খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর পর উদ্ধার কাজ শুরু করে আশপাশের গ্রামের বাসিন্দারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে নামে। এ সময় তারা রাতেই ৭ জনের লাশ ও ৩৬ জনকে জীবিত উদ্ধার করে। তবে এখনো ২ জন নিখোঁজ রয়েছে।
সূত্র : বাসস