ঝিনাইদহে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

ঝিনাইদহে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

সংগৃহীত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ও পুলিশ আজিম উল-আহসান উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন।

এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালিযোগে শিল্পকলা একাডেমি চত্বরে জমা হয় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বঙ্গমাতার প্রেরণা সকল নারীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন নারীরা।