ডেঙ্গুতে রামেক হাসপাতালে দুইজনের মৃত্যু

ডেঙ্গুতে রামেক হাসপাতালে দুইজনের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। মঙ্গলবার রাতে পৃথক পৃথক সময়ে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন নিহতরা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা আইয়ুব আলী (৪০) ও একই এলাকার মো. সৈকত (১৮)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক এফ এম এ শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন কৃষক আইয়ুব আলী। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। পরে গভীর রাতে সৈকত নামে চিকিৎসাধীন অপর এক যুবকের মৃত্যু হয়।

 হাসপাতাল সূত্রে জানা যায়, রামেকে বর্তমানে ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন।

 এদিকে, বুধবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালে চলতি বছর চিকিৎসা নিয়েছেন ৪৭৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৯০ জন। এছাড়া মারা গেছে ৪ জন।