নামাজের সময়সূচি (১০ আগস্ট ২০২৩)

নামাজের সময়সূচি (১০ আগস্ট ২০২৩)

প্রতীকী ছবি

আজ বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ ইংরেজি, ২২ মহররম ১৪৪৫ হিজরি। 

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। হাদীসে আসছে, “কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে”। অন্য হাদীসে আসছে, “ যে ব্যক্তি নামাজ পড়াকে জরুরী মনে করবে সে জান্নাতে প্রবেশ করবে”।

ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

নামাজের সময়সূচি—

> ফজর- ৪:১২ মিনিট।
> জোহর- ১২:০৭ মিনিট।
> আসর- ৪:৪০ মিনিট।
> মাগরিব- ৬:৪০ মিনিট।
> ইশা- ৭:৫৯ মিনিট।

>> আজ সূর্যাস্ত- ৬:৩৫ মিনিট।
>> আজ সূর্যোদয়- ৫:৩১ মিনিট।

এদিকে বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে—

সময় বিয়োগ করতে হবে-
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।

সময় যোগ করতে হবে-
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।

তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন