দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুরে মাসুদ রানা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মাসুদ দিনাজপুর সদর উপজেলার আটোর গ্রামের বাসিন্দা। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা থেকে দিনাজপুরে আসছিলেন বলে জানা গেছে।  

এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন ডা. বোরহান-উল সিদ্দিকী জানান, নিহত মাসুদ ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনাজপুরে এসেছিলেন। এর আগে ১০ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই হাসপাতালে মোহাম্মদ রাকিব নামে এক যুবকে মৃত্যু হয়েছে। তিনিও ঢাকা ফেরত।  

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার (১২ আগস্ট) পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৪৮ জন। চিকিৎসা শেষে ফেরত গেছেন ৩০৫ জন। বর্তমানে রোগীর সংখ্যা ৪৩ জন।