সুন্দরবনে নিষিদ্ধ জাল, নৌকাসহ ১৪ জেলে গ্রেফতার

সুন্দরবনে নিষিদ্ধ জাল, নৌকাসহ ১৪ জেলে গ্রেফতার

সংগৃহীত

সুন্দরবন খুলনা রেঞ্জে বানিয়াখালী এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় ১৪ জেলেকে গ্রেফতার করেছে বনবিভাগ। এসময় গহীন সুন্দরবনে মরজাত নদীর সংযোগস্থল থেকে ৬টি নৌকা, ৫টি অবৈধ জাল ও ৫ বোতল কীটনাশক উদ্ধার করা হয়। রবিবার অভিযান চালিয়ে বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ আবু সাঈদ তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে মো. রবিউল, মোহাব্বত আলী সরদার, মুহিদুল গাজী, সোবহান মোল্যা, মঞ্জুরুল ইসলাম, সাহেব আলী, তোফাজ্জেল, মোস্তফা শেখ, আমির আলী, কুরবান আলী, সবুর সানা, জসিম সরদার, হাফিজুল ও শাহাদাত গাজী। এদের বাড়ি খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলায়।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এজেডএম হাছানুর রহমান বলেন, বন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।