চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইলিয়াছ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়। তাছাড়া, রবিবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামে ১১০ জন নতুন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। আক্রান্তরা নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গুর শক সিন্ড্রোম নিয়ে গত  শনিবার রাতে ইলিয়াছকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। তাছাড়া, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১১০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৫ জন। চলতি বছর গতকাল পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হয় ৪ হাজার ৫৩ জন। এর মধ্যে চলতি আগস্ট মাসেই আক্রান্ত হয় ১ হাজার ২৭৭ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জন মারা যান। এর মধ্যে আগস্ট মাসেই মারা যান ৮ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। এখন ডেঙ্গুর পুরো মৌসুম চলছে। তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।