সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়লেন মেসি

সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়লেন মেসি

আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি

লিওনেল মেসির ক্যারিয়ারে সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ জেতার মধ্য দিয়ে একটি রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ব্যক্তিগত শিরোপা জয়ে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।

রোববার (২০ আগস্ট) সকালে জিওডিস পার্কে অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে স্বাগতিক ন্যাশভিল এসসি ও ইন্টার মায়ামির খেলা নির্ধারিত সময়ে ১-১ এর সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে ১০-৯ গোলের জয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে টাটা মার্টিনোর দল।

একনজরে মেসির ৪৪ শিরোপা

বার্সেলোনা (৩৫টি) : লা লিগা ১০, কোপা দেল রে ৭, সুপারকোপা ৮, চ্যাম্পিয়ন্স লিগ ৪, উয়েফা সুপার কাপ ৩, ফিফা ক্লাব বিশ্বকাপ ৩

আর্জেন্টিনা (৫টি) : ফিফা বিশ্বকাপ ১, কোপা আমেরিকা ১, লা ফিনালিসিমা ১, অলিম্পিক ১, যুব বিশ্বকাপ ১

পিএসজি (৩টি) : লিগ ওয়ান ২, ট্রফি দে চ্যাম্পিয়ন্স ১

ইন্টার মায়ামি (১টি) : লিগস কাপ ১