বিসিবি’র রিহ্যাব প্রধান নিয়োগ পেলেন কিয়েরন থমস

বিসিবি’র রিহ্যাব প্রধান নিয়োগ পেলেন কিয়েরন থমস

ফাইল ছবি

গত ২৫ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধানের দায়িত্ব থেকে জুলিয়ান ক্যালেফাতো সরে দাঁড়ান। এই বৃটিশের জায়গায় এবার নিয়োগ পেলেন কিয়েরন থমস। 

চলতি বছরের জানুয়ারিতে বিসিবির রিহ্যাবিলিটেশন সেন্টারে দুই বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হন ক্যালেফাতো। কিন্তু ছয় মাস না যেতেই ঢাকা ছাড়তে ছেড়েছন তিনি।

এদিকে, পুনর্বাসন কেন্দ্রের প্রধান ফিজিও হিসেবে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন কিয়েরন। চোট কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় থাকা তামিম ইকবালকে সঙ্গে নিয়ে বিসিবিতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন এই অজি ফিজিও। ২০ আগস্ট তার সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করেছেন তামিম ইকবাল।

ফিজিও হিসেবে বেশ লম্বা ক্যারিয়ার কিয়েরনের। বর্তমান বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসে কাজ করেছেন কিয়েরন। অস্ট্রেলিয়া জাতীয় দলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ফিজিও হিসেবে কাজ করেছেন একাধিক ফুটবল দল ও নেটবল দলের সঙ্গেও।